জাতীয় রেড সিক্স স্নুকার চ্যাম্পিয়নশিপ শুরু

জাতীয় রেড সিক্স স্নুকার চ্যাম্পিয়নশিপ
অন্য সব খেলা
এখন মাঠে
0

একুশটি ক্লাব ও ১১৯ খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে জাতীয় রেড সিক্স স্নুকার চ্যাম্পিয়নশিপ। ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে সব খেলা। সারা দেশ থেকে অংশ নিচ্ছেন খেলোয়াড়রা।

গেলো কয়েক বছর টানা নানা ইভেন্ট আয়োজন করে আসছে ফেডারেশন। ব্যয়বহুল খেলা হওয়ায়, সরকারের কাছে সহায়তাও চেয়েছেন কর্তারা। বিশেষ করে বোর্ড ও খেলার সরঞ্জামের ওপর শুল্ক কমালে, আরও অনেকেই এখেলায় যুক্ত হতে পারতো বলে তাদের বিশ্বাস।

আরও পড়ুন:

চলতি আসর সফলতার সাথে আয়োজনের আশা তাদের। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই খেলাকে জনপ্রিয় করতে, সংবাদ মাধ্যমগুলোকে ভূমিকা রাখে আহ্বান জানানো হয়।

এএইচ