
গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়া বিক্রি হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, গত ১০ বছরের মধ্যে এবার সর্বোচ্চ দামে চামড়া বিক্রি হয়েছে। সঠিকভাবে লবণ না দেওয়ার কারণে কিছু চামড়া নষ্ট হয়েছে। তাছাড়া সরকারিভাবে বেঁধে দেয়া দামে ছাগলের চামড়া ক্রয়-বিক্রয় হয়নি। সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

ট্যানারি স্থানান্তরের ৯ বছর পেরোলেও কেন ঘুরে দাঁড়াতে পারেনি চামড়া শিল্প?
২০১৭ সালে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার বিস্তারের জন্য ট্যানারি শিল্পের স্থানান্তর করা হয় সাভারের হেমায়েতপুরে। কিন্তু নয় বছর পরেও ঘুরে দাঁড়াতে পারেনি এই শিল্প। মালিকরা বলছেন, সিইটিপি ও বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে গড়ে না ওঠায় পাওয়া যাচ্ছে না এলডব্লিউজি সনদ। এতে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপীয় ক্রেতারা।

সনদ না থাকায় চামড়ার রপ্তানি ব্যাহত; আমদানিতে ঝুঁকছেন ব্যবসায়ীরা
গেলো এক দশকে উল্লেখযোগ্য হারে বেড়েছে জুতাসহ চামড়াজাত পণ্যের দাম। অথচ গুনগতমান ভালো হলেও যেন মূল্যহীন হয়ে পড়েছে দেশি কাঁচা চামড়া। প্রতি বছরই দাম না পেয়ে হা-হুতাশ করেন কোরবানিদাতা, চামড়ার আড়তদার কিংবা ব্যবসায়ীরা। অথচ বিদেশ থেকে প্রতি বছর আমদানি হয় ১০০ মিলিয়ন ডলারের চামড়া। ব্যবসায়ীদের অভিযোগ, সনদ না থাকায় বিপুল মুদ্রা চলে যাচ্ছে দেশের বাইরে, অন্যদিকে চামড়া রপ্তানিতেও মিলছে না ন্যায্যমূল্য।

পরিবেশবাদী উপদেষ্টা পেয়েও চামড়া শিল্পে সিইটিপি কার্যকর না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা
লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় শুধু চীন ছাড়া বিশ্ববাজারে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করতে পারছেন না বাংলাদেশি ব্যবসায়ীরা। এই এলডব্লিউজি সনদ পেতে সম্পূর্ণ কার্যকরী হতে হবে সিইটিপি। ব্যবসায়ীরা বলছেন, উপদেষ্টা পরিষদে পাঁচজন পরিবেশবাদী থেকেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি সম্পূর্ণ কার্যকর করার উদ্যোগ নেই। তবে শিল্প উপদেষ্টা বলছেন, কোরবানির ঈদের আগেই শুরু হবে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি।

দেশে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার ৩ বিলিয়ন ডলারের
দেশে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার ৩ বিলিয়ন ডলারের। বৈশ্বিক বাজারও বিশাল, প্রায় ৪৬৮ বিলিয়ন ডলারের। দেশে শিল্পটির পর্যাপ্ত কাঁচামালও আছে। তারপরও বিশ্ব বাজারে আশানুরূপ ফলাফল নেই। বিগত কয়েক বছরের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়লেও তা প্রত্যাশা পূরণ করেনি। রপ্তানিতে কিছুটা ইতিবাচক সাড়া মিললেও কাঁচামালের অর্থাৎ কাঁচা চামড়ার বাজার তাঁর উল্টো।