রাকসু ভবন ছাড়তে হতে পারে ১৫ সংগঠনকে, শঙ্কায় সাংস্কৃতিক কর্মীরা
৩৫ বছর পর ছাত্র সংসদ নির্বাচন
প্রায় ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে যেমন উচ্ছ্বাস-প্রত্যাশা, অন্যদিকে রয়েছে উদ্বেগ আর শঙ্কা। দীর্ঘদিন ধরে রাকসু ভবনে অস্থায়ীভাবে কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তবে ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের পর ছাড়তে হবে জায়গা। ফলে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। নির্বাচনের আগেই প্রশাসনের বিকল্প ব্যবস্থা গ্রহণ করার দাবি শিক্ষার্থীদের।