যতটা বিশাল ব্রিটিশ রাজপরিবারের গহনা সংগ্রহ!
রাজপরিবারের জৌলুস ফুটিয়ে তোলার অন্যতম মাধ্যম হীরায় মোড়ানো অলঙ্কার। ১০০ বছরের বেশি সময় ধরে ব্রিটিশ রাজপরিবারের আভিজাত্য বহন করে আসা গহনা নিয়ে সাধারণের কৌতূহল মিটছে এবার। ১৯০২ সাল থেকে রাজপরিবারের বিভিন্ন সদস্যের গায়ে শোভা পেয়ে আসা অলঙ্কার নিয়ে লন্ডনে চলছে নির্মাতা প্রতিষ্ঠান কার্টিয়ারের জমকালো প্রদর্শনী।