তুরাগ নদীতে গণঅভ্যুত্থানে নিহত হৃদয়ের মরদেহের সন্ধানে অভিযান
৫ আগষ্ট গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের কোনাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হয় কলেজ শিক্ষার্থী হৃদয়। সেদিন পুলিশ মরদেহ টেনে-হিচড়ে নিয়ে যায়। এরপর গেলো একবছরেও হৃদয়ের মরদেহ খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানালে মামলার তদন্ত কাজ চলছে। মামলার তদন্তের অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) দুপুর ১২টা থেকে গাজীপুরের কোনাবাড়ি কড্ডা ব্রিজ এলাকায় তুরাগ নদীতে হৃদয়ের মরদেহের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।