আজ বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ। আজ (মঙ্গলবার, ১০ জুন) সন্ধ্যা ৭টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত সেই ম্যাচটি। হামজা-শোমিতদের হাত ধরে বদলে যাওয়া দল নিয়ে এবার শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও পূর্ণ তিন পয়েন্ট চায় লাল-সবুজরা। খেলতে চায় ভয়ডরহীন ফুটবল। নতুন এই বাংলাদেশকে সমীহ করছে সিঙ্গাপুরও।