নিরপেক্ষ ভেন্যু হিসেবে আফগানিস্তান-মিয়ানমার ম্যাচের আয়োজক বাংলাদেশ

বাফুফে আয়োজন করবে আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ
ফুটবল
এখন মাঠে
0

প্রথমবার আন্তর্জাতিক ফুটবল ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হচ্ছে বাংলাদেশ। ১৮ নভেম্বর আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়।

আফগানিস্তানের হোম ম্যাচ ছিল এটি। তবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে এই ম্যাচটি বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এর আগে, এই ম্যাচটি আয়োজন করতে আফগানিস্তান ফুটবল ফেডারেশন (এএফএফ) অনুরোধ জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। পরে এএফসি অনুমোদন দিলে ম্যাচটি ঢাকায় আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়। 

আরও পড়ুন:

সম্প্রতি সিঙ্গাপুর, ভূটান, হংকং চায়না ম্যাচগুলো সফলভাবে আয়োজন করে বাংলাদেশ। যে কারণে এএফসি ও এশিয়ার সদস্য দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে বাফুফে।

এসএইচ