কোচিং-বাণিজ্য

মিডিয়া থাকায় স্মারকলিপি গ্রহণ করেনি মাইলস্টোন কর্তৃপক্ষ, অভিভাবকদের অভিযোগ
দাবি পূরণ না হওয়া এবং গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জাবাব চেয়ে আজ (রোববার, ১৭ আগস্ট) অভিভাবকরা স্মারকলিপি প্রদান করতে আসেন। তবে মিডিয়া থাকায় স্মারকলিপি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ— এমন অভিযোগ করেছেন অভিভাবকরা।

বগুড়ায় কোচিং বাণিজ্যের সঙ্গে যুক্ত শতাধিক শিক্ষক
ফলাফলের প্রতিযোগিতায় গত কয়েক বছরে এগিয়ে আছে বগুড়া শহরের শিক্ষার প্রতিষ্ঠান। এ সুযোগে শিক্ষা বাণিজ্য গড়ে তুলেছেন এক শ্রেণির শিক্ষক। কলেজের সাইনবোর্ড ব্যবহার করে লিফলেট, পোস্টার লাগিয়ে চেষ্টা চলছে শিক্ষার্থীদের কোচিং সেন্টারমুখী করার। বগুড়া শহরের জলেশ্বরীতলা, কালিতলা, জহুরুল নগরসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টার। শুধু জলেশ্বরীতলাতেই প্রাইভেট প্রোগ্রাম ও কোচিং সেন্টারের সাথে যুক্ত রয়েছেন শতাধিক শিক্ষক।