এর আগে, মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার ও অভিভাবকরা গত ১২ আগস্ট ৮ দাবি তুলে ধরে সেগুলো পূরণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন।
আরও পড়ুন:
তাদের দাবি, ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও দুই শিক্ষককে অপসারণ করা হয়নি। এছাড়াও স্কুলের যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে আবেদন জানানো হয়েছে বলেও জানান তারা।
এসময় কয়েকজন শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগও করেন তারা। তারা বলেন, দুর্ঘটনা নিয়ে অনেক মিথ্যাচারও করছে। এর আগে স্মারকলিপি প্রদান নিয়ে অভিভাবকদের মাইলস্টোন কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়।