ভাঙন এলাকা থেকেই বালু তুলে চলছে ভাঙন রোধ
যমুনার নদী ভাঙনের খবর নতুন কিছু নয়। বছরের পর বছর নদীগর্ভে বিলীন গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি। জামালপুরে মাদারগঞ্জের পাকরুল গ্রামে যমুনার ভাঙন রোধে চলছে জিওব্যাগ ডাম্পিং। তবে ভাঙন এলাকা থেকেই তোলা হচ্ছে ডাম্পিংয়ের জন্য প্রয়োজনীয় বালু। সেই বালু ভরা হচ্ছে জিওব্যাগ। এ যেন কৈয়ের তেলে কৈ ভাজা। স্থানীয়দের অভিযোগ ভাঙন রোধে এই প্রকল্প কোন কাজেই আসবে না।