টানা বৃষ্টি, সাগরে অস্বাভাবিক জোয়ার। সেই সঙ্গে সাগরে জেলে নৌকা নামানোর কসরত। গেলো দুবছরের এমন ঘটনায় প্রতি বর্ষায় ভাঙছে মেরিন ড্রাইভ সড়ক। গেলো দুদিনে ধসে গেছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের অন্তত ৬টি স্থান।
স্থানীয়দের দাবি, প্রতি বছর অস্থায়ীভাবে জিও ব্যাগ বসানো হলেও স্থায়ী বাঁধ নির্মাণে নেই কোনো উদ্যোগ। বসতি হারানোর শংকায় প্রায় ২ হাজার পরিবার।
স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, ‘আমাদের এখন গাড়ি চালাতে অনেক কষ্ট হয়ে যায়।’
আরেকজন বলেন, ‘জলোচ্ছ্বাসের কারণে রোড ভেঙে যায়। চলাচলের অসুবিধা আমাদের।’
ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করেছে সেনাবাহিনী। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই চলছে, মাটি ভরাট ও জিও ব্যাগ বসানোর কাজ।
মেরিন ড্রাইভ সড়কের ভাঙন রোধে গত বছর 'কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক চওড়াকরণ' প্রকল্প হাতে নেয় সড়ক বিভাগ।
প্রকল্পের তথ্যানুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৯২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে কক্সবাজার শহরের কলাতলী থেকে উখিয়া উপজেলার পাটুয়ারটেক পর্যন্ত ৩০ দশমিক ৪০ কিলোমিটার রাস্তা চওড়া করা হচ্ছে।
এছাড়া রেজুখালের ওপর নির্মাণ করা হচ্ছে ৩০৫ মিটারের দুই লেনের সেতু।