
বর্ষা এলেই আতঙ্ক মনপুরায়; প্রশ্নবিদ্ধ কোটি টাকার বাঁধ প্রকল্প
নদীঘেরা দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা। যেখানে বর্ষা মানেই আতঙ্ক, ভাঙন মানেই ঘরছাড়া হওয়ার ভয়। মনপুরাকে রক্ষায় ৩ বছর আগে ( ২০২২ সালে) ১ হাজার ১১৭ কোটি টাকার উপকূলীয় বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়। যেখানে হওয়ার কথা ছিল ৫২ কিলোমিটর বাঁধ, ১৭১টি সাব মার্সিবল স্পার, ৩৭ কিলোমিটারে জিও ব্যাগ ও টিউব ডাম্পিং আর ১০টি স্লুইচ গেট। কিন্তু কাজের গুণগত মান, ঠিকাদারদের অনিয়ম নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এমনকি প্রাণহানির ঘটনাও সামনে এসেছে। অভিযোগ আছে, বাঁধের নকশাও বদলেছে প্রভাবশালীদের হস্তক্ষেপে।

অব্যবস্থাপনা আর অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তিতে ভোলা সদর হাসপাতালের রোগীরা
নানা অব্যবস্থাপনা আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ভোগান্তির যেন শেষ নেই ভোলা সদর হাসপাতালে। চিকিৎসা নিতে এসে রোগীরা আক্রান্ত হচ্ছেন নতুন নতুন রোগে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছারপোকা ও তেলাপোকার উপদ্রব। ফলে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। এতকিছুর পরও হাসপাতাল কর্তৃপক্ষের নীরব ভূমিকায় দেখা দিয়েছে নানা প্রশ্ন।