নাগরিক-সংলাপ

ময়মনসিংহে সুজনের নাগরিক সংলাপ অনুষ্ঠিত
রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা নিয়ে ময়মনসিংহে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর ট্রিপল ট্রি রেস্তোরার হলরুমে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার আয়োজনে এবং সভাপতি সিব্বির আহমেদ লিটনের সভাপতিত্বে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্যের জনগোষ্ঠী ও ভৌগোলিক অবস্থান বিবেচনা করে জাতীয় সনদ তৈরির আহবান
পার্বত্য তিন জেলার জনগোষ্ঠী ও ভৌগোলিক অবস্থা বিবেচনায় নিয়ে জাতীয় সনদ তৈরির আহবান জানিয়েছেন নাগরিক সমাজ। একইসঙ্গে পাহাড়ের জন্য পৃথক শিক্ষা কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। আজ (সোমবার, ৭ জুলাই) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের মিলনায়তনে ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ নিয়ে রাঙামাটিতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ‘নাগরিক সংলাপ’ থেকে এ আহবান জানান বক্তারা।