ব্রায়ান-লারা

রেকর্ড নয়, সম্মান বেছে নিলেন মুল্ডার; প্রশংসা ছড়ালেন লারা
‘দ্য জেন্টেলম্যান্স গেইম’ হিসেবে ক্রিকেটের স্বীকৃতি ছিল আরও আগে থেকেই। বুলাওয়ে টেস্টে উইয়ান মুল্ডার যেন সেটাকেই স্মরণ করিয়ে দিলেন আরও একবার। সুযোগ পেয়েও ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেননি তিনি। আবার লারাও প্রতিউত্তরে শুভেচ্ছা জানিয়েছেন প্রোটিয়া তারকাকে। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার অগ্রিম অভিবাদনও জানিয়ে রেখেছেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক।

মুল্ডারের ইনিংস ঘোষণা: অক্ষত রইলো ব্রায়ান লারার বিশ্ব রেকর্ড
টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ব্রায়ান লারার রেকর্ডটি আরো একবার শঙ্কায় পড়লেও ক্যারিবিয়ান কিংবদন্তিকে টপকে যাওয়ার সুযোগ নিলেন না প্রোটিয়া অধিনায়ক উইয়ান মুল্ডার। লারার সম্মানে হয়তো রেকর্ড ভাঙার আগেই করলেন অপ্রত্যাশিত ইনিংস ঘোষণা ! হাতছাড়া করলেন টেস্ট ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলার সম্ভাবনাও।