রেকর্ড নয়, সম্মান বেছে নিলেন মুল্ডার; প্রশংসা ছড়ালেন লারা

উইয়ান মুল্ডার
ক্রিকেট
এখন মাঠে
0

‘দ্য জেন্টেলম্যান্স গেইম’ হিসেবে ক্রিকেটের স্বীকৃতি ছিল আরও আগে থেকেই। বুলাওয়ে টেস্টে উইয়ান মুল্ডার যেন সেটাকেই স্মরণ করিয়ে দিলেন আরও একবার। সুযোগ পেয়েও ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেননি তিনি। আবার লারাও প্রতিউত্তরে শুভেচ্ছা জানিয়েছেন প্রোটিয়া তারকাকে। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার অগ্রিম অভিবাদনও জানিয়ে রেখেছেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক।

উইয়ান মুল্ডার এবং ব্রায়ান লারা, দুই সময়ের দুই ক্রিকেট তারকা। একজন রীতিমত কিংবদন্তি হয়ে অবসর নিয়েছেন, অন্যজন এখনও ক্রিকেটের মঞ্চে নিজেকে প্রমাণ করছেন প্রতিনিয়ত। তবে দুজন মিলে গেল ২৪ ঘণ্টায় ক্রিকেটের ইতিহাসে অবিস্মরণীয় এক ঘটনার সাক্ষী করলেন বিশ্ববাসীকে। সুযোগ পেয়েও লারার রেকর্ড ভাঙেননি মুল্ডার, দেখিয়েছেন সম্মান। বিপরীতে রেকর্ডের বরপুত্র লারা অগ্রিম অভিবাদন জানিয়েছেন পরেরবার রেকর্ড ভাঙতে এগিয়ে যাওয়ার জন্য।

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লারা খেলেছিলেন ৪০০ রানের এক অতিমানবীয় ইনিংস। এখন পর্যন্ত সেটাই টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত রানের স্কোর। বুলাওইয়ে টেস্টে সেটার খুব কাছেই চলে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের আগে পর্যন্ত করেছিলেন ৩৬৭ রান। কিন্তু মুল্ডার চাননি এমন এক কীর্তি লারার কাছ থেকে ছিনিয়ে নিতে। ইনিংস ডিক্লেয়ার করে লারাকে ৪০০ রানের রেকর্ড উপভোগের সুযোগ দিলেন আরও কিছু দিনের জন্য। পরে নিজেই বলেছেন, এমন এক রেকর্ড লারার পাশেই বেশি মানানসই বলে মনে করেন তিনি।

লারাও বিপরীতে সম্মান দেখিয়েছেন মুল্ডারের প্রতি। ফেসবুক পোস্টে টুপিখোলা অভিবাদন জানিয়ে লারা লিখেছেন, ‘আমি নিশ্চিত তুমি অন্য কোনো দিনে এই রেকর্ড ভাঙবে। ভবিষ্যতের জন্য শুভকামনা।’

ক্রিকেটের স্পিরিট ধরে রেখে নিজেদের ব্যক্তিগত মাইলফলক ছাড় দেয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম না। এর আগে অস্ট্রেলিয়ার মার্ক টেইলর স্বদেশি ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙেননি। ৩২৯ রান করার পরেও ব্যক্তিগত মাইলফলকে চোখ রাখেননি মাইকেল ক্লার্কের মতো ক্রিকেটাররা। আর এমন গল্পে এবারে যুক্ত হলো মুল্ডার এবং লারার নামও।

এসএস