
শ্রমিকের স্লোগানে মুখর বিশ্ব, মে দিবসে বিক্ষোভ-মিছিল
অধিকার আদায় আর ন্যায্য মজুরির দাবিতে বিশ্বের নানা প্রান্তে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে ডে। কোথাও শ্রমিকের স্লোগানে কেঁপেছে রাজপথ, কোথাও আবার অধিকার বঞ্চিত মজুরের মিছিল আটকাতে ব্যারিকেড বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে, মে দিবসের ছুটিতে সিনেমা হল ও বক্স অফিসের কল্যাণে ১০ কোটি ইউয়ানেরও বেশি আয় করেছে চীন।

দেশের ৮০ ভাগ শ্রমিকের অভিযোগ মজুরি নিয়ে
দেশে ৮৫ ভাগ শ্রমিকের মজুরি বা কর্মঘণ্টা নিয়ে কোনো চুক্তিপত্র নেই। আর ৮০ ভাগ শ্রমিকের অভিযোগ মজুরি নিয়ে। এই তথ্য উঠে এসেছে সিপিডি'র প্রতিবেদনে। শ্রমিকের অধিকার নিশ্চিত করতে ২০২৫ সালকে শ্রম সংস্কারের বছর ঘোষণা করার দাবি জানিয়েছে সংস্থাটি।

বাড়তি দামে পোশাক কিনবে ফ্যাশন ব্র্যান্ডগুলো
বাড়তি দামে পোশাক কিনবে ফ্যাশন ব্র্যান্ডগুলো, ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মজুরি বাড়ানোর স্বাভাবিক প্রক্রিয়ায় ৫৬ শতাংশ পর্যন্ত বাড়িয়ে নিম্নতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার ঘোষণা দিয়েছে সরকার। তবে পোশাক কারখানার মালিকদের যুক্তি, মজুরি বাড়ানোর কারণে পোশাক উৎপাদন ব্যয় ৫ থেকে ৬ শতাংশ বেড়ে যাবে। কারণ তৈরি পোশাক শিল্পে ১০ থেকে ১৩ শতাংশ অর্থ মজুরি প্রদানে ব্যয় হয়।