বাড়তি দামে পোশাক কিনবে ফ্যাশন ব্র্যান্ডগুলো

দেশে এখন , শিল্প-কারখানা
অর্থনীতি
0

বাড়তি দামে পোশাক কিনবে ফ্যাশন ব্র্যান্ডগুলো, ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মজুরি বাড়ানোর স্বাভাবিক প্রক্রিয়ায় ৫৬ শতাংশ পর্যন্ত বাড়িয়ে নিম্নতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার ঘোষণা দিয়েছে সরকার। তবে পোশাক কারখানার মালিকদের যুক্তি, মজুরি বাড়ানোর কারণে পোশাক উৎপাদন ব্যয় ৫ থেকে ৬ শতাংশ বেড়ে যাবে। কারণ তৈরি পোশাক শিল্পে ১০ থেকে ১৩ শতাংশ অর্থ মজুরি প্রদানে ব্যয় হয়।

এদিকে বাড়তি উৎপাদন ব্যয় পুষিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক ক্রেতাদের সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন। বার্তা সংস্থা রয়টার্সকে সংগঠনটির প্রধান নির্বাহী স্টিফেন লামার জানান, অবশ্যই বাংলাদেশ থেকে পোশাক কেনার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দেয়া হবে।

এছাড়া পরিবর্তিত অর্থনীতির কারণে পোশাক শ্রমিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য প্রতিবছর ন্যূনতম মজুরি পর্যালোচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। জিডিপিতে ১৬ শতাংশ অবদান রাখছে এই খাত। তবে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর পরও তা অন্যান্য দেশের তুলনায় কম।

আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্যমতে, নতুন সিদ্ধান্তে বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি প্রতি মাসে ১১৩ ডলার করা হলেও প্রতিযোগী ভিয়েতনাম কিংবা কম্বোডিয়ার পোশাক শ্রমিকদের মাসিক মজুরি ২৫০ ডলারের বেশি।

সেজু