মমিনুল-হক

২৭০ রানের লিড পেলেই ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশ: মমিনুল হক
২৭০ রানের লিড পেলেই ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশ। মনে করেন অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক। দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে না পারার জন্য নিজের কাঁধে দায় চাপালেন তিনি। মমিনুল মনে করেন, আগের তুলনায় এবার সিলেটের উইকেট বেশ চ্যালেঞ্জিং।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯১ রানে অল আউট বাংলাদেশ
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিকরা। ৫৬ রান করে প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক মমিনুল হক।