২৭০ রানের লিড পেলেই ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশ: মমিনুল হক

দিনের খেলা শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন মমিনুল
ক্রিকেট
এখন মাঠে
0

২৭০ রানের লিড পেলেই ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশ। মনে করেন অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক। দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে না পারার জন্য নিজের কাঁধে দায় চাপালেন তিনি। মমিনুল মনে করেন, আগের তুলনায় এবার সিলেটের উইকেট বেশ চ্যালেঞ্জিং।


মমিনুল হক বলেন, ‘৩০০ রান হলে বেশ ভালো হয়, তবে ৩০০ যদি নাও হয়, ২৭০ রান হলেও চলে। মোটামুটি বেটার পজিশনে চলে যাবো আমরা। আমাদের নিচের দিকের ব্যাটাররা ভালো ব্যাট করতে পারে এজন্য আমরা মোটামুটি আত্মবিশ্বাসী।’

তিনি বলেন, ‘আমার মনে হয়েছে যে, আমরা যে ৫ দিনের প্রস্তুতির সময় পেয়েছি, ভালো প্রস্তুতি নিয়েছি।’

মমিনুল নিজের কাঁধে দোষ নিয়ে বলেন, ‘কোনো ব্যাটার যদি সেট হওয়ার পর আউট হয় তাহলে তার দায়টা বেশি থাকে। সেক্ষেত্রে এখানে দলের ব্যাটিং খারাপ হওয়ায় আমার দায় আছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের বোলিংটা ভালো হচ্ছে, তবে আমাদের ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না এই মুহূর্তে। সিলেটের উইকেটটাও বেশ চ্যালেঞ্জিং। অন্য সময়ের মত এবার একেবারে ফ্ল্যাট বা স্পিন সহায়ক উইকেট না। এই ধরনের উইকেট করলে পেস বোলাররা আরো ভালো করবে, ভালো করার উৎসাহ পাবে বলে আমি মনে করি।’

এসএইচ