আজহারুল ইসলামের খালাসের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে: শিশির মনির
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে জানিয়েছেন, এ রায়ের মধ্যে দিয়ে সত্যের জয় হয়েছে।