রিটকারীও ডাকসু নির্বাচন স্থগিত চাননি, এ আদেশ কল্যাণকর নয়: শিশির মনির

শিশির মনির
শিক্ষা , ক্যাম্পাস
আইন ও আদালত
3

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। তবে এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, রিটকারীও নির্বাচন স্থগিত চাননি, তাই এ আদেশ কারও জন্য কল্যাণকর নয়।

তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে চেম্বার আদালতে এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। ততক্ষণ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।’

সম্প্রতি ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করেন বামজোট মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। আবেদনে বলা হয়, ফরহাদ পূর্বে ছাত্রলীগের কমিটিতে ছিলেন, এরপর কীভাবে তিনি ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন—সে বিষয়ে প্রশ্ন তোলা হয়।

আরও পড়ুন:

আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি শেষে আদেশ দেন যে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত থাকবে।

আরও পড়ুন:

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে এস এম ফরহাদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এসএস