কবি শামসুর রাহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

কবি শামসুর রাহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
এখন জনপদে
শিল্পাঙ্গন
10

নাগরিক কবি শামসুর রাহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে তার নিজ জেলা নরসিংদীতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১৭ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও কবিতা পাঠ আসরের আয়োজন করে নরসিংদীর বাংলাদেশ প্রগতি লেখক সংঘ।

‘বিধ্বস্ত নীলিমায় শামসুর রাহমান স্মরণ’ শীর্ষক এ স্মরণসভায় কবি শামসুর রাহমানের কবিতা ও অন্যান্য সৃষ্টকর্মের নানা বিষয় ওঠে আসে। কবির লেখা কবিতা পাঠ, গান ও নিবন্ধসহ নানা বিষয় ওঠে আসে আলোচনায়।

আলোচনায় বিস্তৃত পরিসরে স্থান পায় নাগরিক জীবনের যন্ত্রণা, ঘাত-প্রতিঘাত, সমকাল ও ইতিহাস ঐতিহ্যকে কাব্যে ফলবান করার নানা দিক। কবির সৃষ্টিকর্মগুলোকে কীভাবে আরও বেগবান করা যায় এসব বিষয়ে আলোচনা করে জেলার সাহিত্যপ্রেমিরা।

স্থানীয় নাট্যকার ও সংগঠক হাসান মাহমুদ সনেটের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কিবরিয়া পিনু এবং কবি ও লেখক ফারহান ইশরাক।

আরও পড়ুন:

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি লেখক সংঘের নরসিংদী শাখার সভাপতি সুমন ইউসুফ। এছাড়া স্থানীয় সাহিত্যপ্রেমী ও নাট্যকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কবি গোলাম কিবরিয়া পিনু তার আলোচনায় বলেন, ‘কবিতা একটা ধারাবাহিকতার বিষয়। এ ধারাবাহিকতা রেখেই কবিতা লিখা উচিত। শামসুর রাহমান বিশ্বাস করতেন, কবিরা আকাশে তাকিয়ে কবিতা লেখে না। সমাজ, ব্যক্তিগত ধারণা ও দৃষ্টিভঙ্গি থেকে কবিতা লিখেন। পদ পদবির জন্য, পুরস্কারের জন্য কখনও বদলাননি আমাদের নাগরিক কবি শামসুর রাহমান। তার কাজ এবং দৃষ্টিভঙ্গি থেকে সরে আসেননি কখনো।’

এসএইচ