শহর চিনবে তার আসল নায়ক: শাকিবের ‘প্রিন্স’ সিনেমার মোশন পোস্টার উন্মোচন

শাকিব খান, ‘প্রিন্স’ সিনেমার মোশন পোস্টার
শিল্পাঙ্গন
0

ছুটির দিনে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান চমক দিয়েছেন। ২০২৬ সালের ঈদুল ফিতরকে লক্ষ্য করে আজ (শুক্রবার, ২২ আগস্ট) উন্মুক্ত করা হয়েছে তার নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’–এর মোশন পোস্টার।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে শাকিব খান এক নতুন অবতারে হাজির হয়েছেন। পোস্টারে শীর্ষ নায়কের হাত দু’টো উপরে তুলে বন্দুক ধরে রাখা অবস্থায় দেখা গেছে। তার চারপাশে রয়েছে বহুজন বন্দুকধারী। এছাড়া পোস্টারে ঢাকা শহরের বিভিন্ন স্থান—উত্তরা, আশকোনা, বাড্ডা, গেন্ডারিয়া, শাখারি বাজার, কারওয়ান বাজার, কাফরুল, মোহাম্মদপুর, গাবতলী—টার্গেটেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শাকিব খান পোস্টার শেয়ার করে লিখেছেন—

‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের- শহর চিনবে তার আসল নায়ককে!!

হেয়ার কামস দ্য মিথ ইন মোশন-#প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। (Here comes the Myth in motion - #PRINCE: Once Upon A Time In Dhaka.)

এ স্টোরি হয়ার দ্য সিটি মিটস ইটস লিজেন্ড। (A story where the city meets its Legend.’)

ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। ঈদের সিনেমা মানেই শাকিব খানের নাম বক্স অফিসে বড় ভরসা। গেল কোরবানির ঈদেও তার ছবি ভালো ব্যবসা করেছে। এবার ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল।

এনএইচ