এশিয়া কাপের গোল্ড স্পন্সর হায়ার

হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার
এখন মাঠে
কর্পোরেট
0

বিশ্বের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার টানা ১৬ বছর ধরে রয়েছে প্রথম অবস্থানে। এবার তারা গর্বের সঙ্গে যুক্ত হলো এশিয়া কাপ ২০২৫-এর গোল্ড স্পন্সর হিসেবে। ক্রিকেট দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা, তাই এই অংশীদারিত্ব হায়ারের দীর্ঘমেয়াদী স্পোর্ট-ও-টেইনমেন্ট মার্কেটিং কৌশলের প্রতিফলন। যা তরুণ ও ক্রিকেটপ্রেমী গ্রাহকদের সঙ্গে তৈরি করবে গভীর সম্পর্ক।

এই অঞ্চলে ক্রিকেট শুধু একটি খেলা নয়–এটি কোটি মানুষের আবেগ। এই আবেগকে সম্মান জানিয়ে, হায়ার নিয়মিত বিশ্বমানের ক্রীড়া আসরে বিনিয়োগ করে আসছে। যেন গ্রাহকদের জন্য আসে এক্সাইটমেন্ট, বিনোদন ও স্মরণীয় অভিজ্ঞতা। এশিয়া কাপ ২০২৫-এর মাধ্যমে হায়ার আরও দৃঢ়ভাবে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে এবং ইনোভেটিভ ও কনসিউমার-ফার্স্ট ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থানকে আরও শক্ত করবে। এমনটাই আশা করে প্রতিষ্ঠানটি।

এই স্পন্সরশীপের অংশ হিসেবে হায়ার নিশ্চিত করেছে স্টেডিয়াম জুড়ে অন-গ্রাউন্ড ভিজিবিলিটি যেমন বাউন্ডারি লাইন ব্র্যান্ডিং, উইকেট ম্যাট, টস ম্যাট এবং বিগ স্ক্রিন অ্যাক্টিভেশন। এই সব টাপয়েন্ট হায়ারকে প্রতিটি রোমাঞ্চকর মুহূর্তে গ্রাহকদের চোখের সামনে নিয়ে আসবে।

আরও পড়ুন:

বিশ্বব্যাপী হায়ারের একটি সমৃদ্ধ স্পোর্টস মার্কেটিং পোর্টফোলিও রয়েছে। যেখানে অন্তর্ভুক্ত আছে বিশ্বের সেরা কিছু টুর্নামেন্ট– ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), আইসিসি মেন'স টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ ২০২৪, চ্যাম্পিয়ন্স ট্রপি এবং টেনিসের মর্যাদাপূর্ণ আসর যেমন রোনাল্ড গ্যারস, এটিপি, ইউএস ওপেন, ফ্রেন্স ওপেন, উইমব্লেডন।

এশিয়া কাপের মতো আইকনিক টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়ে হায়ার নিজেকে অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রিতে আলাদা করে তুলেছে। মানুষের হৃদয় জয় করে, ব্র্যান্ড লয়ালটি শক্ত করছে এবং এগেজমেন্টের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করছে।

একইসঙ্গে হায়ার বাংলাদেশের এই স্পন্সরশীপ উপলক্ষে চালু করবে নানা রকম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস। যেখানে গ্রাহকরা মজার উপায়ে এশিয়া কাপ উদযাপনের সুযোগ পাবেন।

সেজু