বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। শহরের ছোট যমুনা নদীর ব্রিজের পূর্ব প্রান্তে সন্ধ্যা সোয়া ৭টায় মিছিল লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে। এসময় তিনটি ককটেল বিস্ফোরণ হয়।
ককটেলের আঘাতে আহত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সাহাজুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম, যুবনেতা নূরনবী ও বকুল। এঘটনায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং আহত নেতা কর্মীদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরো তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপরদিকে এই ঘটনার পর রাত সোয়া ৮টায় ঘটনার প্রতিবাদে বিএনপি আরো একটি প্রতিবাদ মিছিল বের করে।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক জানান, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদের আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরছিলাম। এসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কর্মী ও দোসররা আমাদের মিছিলে ৬টি ককটেল নিক্ষেপ করে। এতে তিনটি ককটেল বিস্ফোরণ হলেও বাকি তিনটি ককটেল অক্ষত থাকে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে অবিস্ফোরিত ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।