নরসিংদীতে বাইপাস সড়ক নির্মাণকে কেন্দ্র করে ব্যবসায়ীদের বিক্ষোভ

এখন জনপদে
0

দেশিয় কাপড়ের অন্যতম পাইকারি বাজার ও প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদীর শেখেরচর-বাবুরহাট এবং মাধবদী বিজনেস জোনকে পাশ কাটিয়ে বাইপাস সড়ক নির্মাণ কাজের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

আজ (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা- সিলেট মহাসড়ক সংলগ্ন নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভে অংশ নেয় হাজারো ব্যবসায়ী ও সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারী। দুপুরের পর থেকেই বিক্ষোভস্থলে মিছিল নিয়ে আসতে শুরু করে ব্যবসায়ী ও বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরতরা। বাইপাস হটাও-মাধবদী বাঁচাও এমন স্লোগানে মুখরিত সমাবেশস্থল।

মাধবদী এবং বাবুরহাটকে পাশ কাটিয়ে নির্মাণ হতে যাওয়া বাইপাস সড়ক বন্ধের দাবি জানিয়ে মাধবদী বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ চৌধুরী বলেন, ‘এই বাইপাস সড়ক হলে ধসে পড়বে নরসিংদীর ব্যবসায় বাণিজ্যে। সেই সাথে দেশিয় কাপড়ের বাজারে দেশিয় কাপড়ের কেনা-বেচা কমে যাবে প্রায় ৭০ শতাংশ। বাইপাস সড়কটি বিগত স্বৈরাচার সরকারের অযৌক্তিক পরিকল্পনা।’

সেজু