তিনি বলেন, ‘গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ করায় জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই। জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে বিএনপি সেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছে।’
এসময়, ২০০৮ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচন গুলোর সমালোচনা করে তিনি জনগণকে ভোট দেয়ার আহ্বান জানান।
জনসভায় জেলা যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি র্যালী নিয়ে চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিএনপি সমর্থকরা ।