সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জ
এখন জনপদে
0

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাছনমারা সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জমির হোসেন (৩০), আলী নূর (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি বাস ও শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি উপজেলার জয়কলস ইউনিয়নের হাছন মারা সেতুর পাশে গেলে বাস ও সিএনজির সংঘর্ষ হয়।

এতে সিএনজিতে থাকা ৫ জন গুরুতর আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২ জনকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকরাম আলী জানান, বাস-সিএনজির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। লাশগুলো ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।

এএইচ