'বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি জেলায় স্পেশালাইজড হাসপাতাল তৈরি করা হবে'

রাজনীতি
এখন জনপদে
0

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি জেলায় স্পেশালাইজড হাসপাতাল তৈরি করা হবে। তিনি বলেন, 'স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রান্তিক পর্যায়ে জনগণের মাঝে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চক্ষুসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।'

আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী নেত্রকোণার সীমান্ত উপজেলা দুর্গাপুরের গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে সেবাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'বিএনপি মাটি ও মানুষের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে থেকে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন। দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বিএনপি সারাদেশে কাজ করে যাচ্ছে। দেশের স্বার্থে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল বিএনপির নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।'

মানুষ মানুষের জন্য-জবিন জীবনের জন্য এই প্রতিপাদ্যে বাকলজোড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহের সহযোগিতায় দুর্গাপুরে বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্থানীয় গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডা. তাসনোভার নেতৃত্বে ২৪ জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

প্রায় ৪ হাজার গরীব, দুস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, অপারেশন ও ঔষধ বিতরণ করা হয়।

সেজু