আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী নেত্রকোণার সীমান্ত উপজেলা দুর্গাপুরের গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে সেবাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, 'বিএনপি মাটি ও মানুষের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে থেকে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন। দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বিএনপি সারাদেশে কাজ করে যাচ্ছে। দেশের স্বার্থে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল বিএনপির নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।'
মানুষ মানুষের জন্য-জবিন জীবনের জন্য এই প্রতিপাদ্যে বাকলজোড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহের সহযোগিতায় দুর্গাপুরে বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্থানীয় গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডা. তাসনোভার নেতৃত্বে ২৪ জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
প্রায় ৪ হাজার গরীব, দুস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, অপারেশন ও ঔষধ বিতরণ করা হয়।