তিনি বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে সংস্কার করেই নির্বাচন দিতে হবে যদি সংস্কার না করে নির্বাচন দেওয়া হয় তাহলে আবারো নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার লুণ্ঠন হওয়ার সম্ভাবনা থেকে যায়।’
নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘৫ আগস্টের পরে সাধারণ মানুষের মনে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এদেশের ছাত্র সমাজের স্লোগান ছিল আমরা ন্যায় বিচার চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামায়েত ইসলামী কাজ করে যাচ্ছে। আহত এবং পঙ্গুত্ব বরণ করে যারা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে।’
তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা হচ্ছে অবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে মৌলিক ও প্রয়োজনীয় সংস্কারগুলো সাধন করতে হবে। এরপরই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এজন্য জামায়াত ইসলামী বাংলাদেশ বরাবরই বলে আসছে অতি দ্রুত মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করা হোক এবং তারপর নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হোক।’
সভা শেষে অসচ্ছল পরিবারদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ এবং প্রতিবন্ধীদের পুনর্বাসনে হুইলচেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর আমীর হাফেজ মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।