শেরপুরে ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

এখন জনপদে
0

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর পানবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমীন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর বালুচর এলাকার মঞ্জুরুল হকের ছেলে মো. আনোয়ার হোসেন আনু (৩৮), কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার পূর্ব কেদার এলাকার আব্দুর রহমানের ছেলে মুখলেসুর রহমান (৩৫) এবং একই উপজেলার মংলারকটি এলাকার শাহজাহানের ছেলে জাহান উদ্দিন (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার উত্তর পানবর এলাকার রাস্তায় কয়েকজন দুষ্কৃতকারী দেশিয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দা, চাকুসহ বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

এবিষয়ে ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমীন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলমান। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

সেজু