নেত্রকোণায় বিজিবির অভিযানে গাড়ি ও ভারতীয় মদ জব্দ

এখন জনপদে
0

নেত্রকোণায় একটি মোটরসাইকেল ও দুইটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি জব্দ করেছে বিজিবি। এসময় অভিনব কায়দায় ভ্যান গাড়ির নিচে লুকানো ভারতীয় ১৪৯ বোতল মদও জব্দ করে বিজিবি। আজ (শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।

এর আগে আজ সকালে নেত্রকোণার কলমাকান্দার সীমান্তের মধুকুড়া এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় গাড়ির ও ভারতীয় মদ জব্দ করে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুইড়া বিওপির ৬ সদস্যের একটি টহল দল শুক্রবার সকালে সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্ত এলাকার মেইন পিলার ১১৭৯/১১ এস হতে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খারনৈ ইউনিয়নের মধুকুড়া এলাকায় একটি মোটরসাইকেল ও দুইটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি জব্দ করে বিজিবি।

গাড়ির দুটি তল্লাশি চালিয়ে ভ্যান গাড়ির কাঠের নিচে কাটুন পেপারে মোড়ানো অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ১৪৯ বোতল ভারতীয় মদ জব্দ হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক চোরাচালানকারীরা।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, একটি মাদক চোরাকারবারি চক্র সীমান্ত থেকে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য চোরাচালানের চেষ্টা চালিয়ে যাচ্ছে এমন তথ্য আমাদের কাছে আসে।

এর ভিত্তিতে কলমাকান্দার কচুইড়া বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও দুইটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি ও ভ্যান গাড়িতে লুকিয়ে রাখা ১৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেজু