সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সুনামগঞ্জ
এখন জনপদে
0

দেশব্যাপী ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) বিকালে সুনামগঞ্জ পৌর শহরের বক পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ার পয়েন্টে এসে সমাবেশ মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা আহমেদ, সদস্য সচিব নাজমুস সাকিব, যুগ্ম আহ্বায়ক, জিহান জোবায়ের ও শবনম দোজা জ্যোতি প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, গত ৫ আগস্ট আন্দোলন সংগ্রামের মাধ্যমে যাদেরকে সরকারে বসিয়েছে তারা সঠিক ভাবে দায়িত্ব পালন না করায় দেশব্যাপী নৈরাজ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

দেশে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, হত্যা বেড়ে গেছে। এর দায়ও কেউ নিচ্ছে না। তাই তারা সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন সেই সাথে ধর্ষণের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এএইচ