সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের মাছ লুটের ঘটনায় গ্রেপ্তার ৮

সুনামগঞ্জ
আইন ও আদালত
এখন জনপদে
0

সুনামগঞ্জে হাওর এলাকায় সরকারিভাবে ইজারা দেওয়া জলমহাল (বিল) থেকে গণহারে মাছ লুটের ঘটনায় ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) বিকালে জলমহাল লুটের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

গ্রেপ্তারেকৃতরা হলো দিরাই উপজেলার কল্যাণী গ্রামের জীবন রায় (৪৫), চন্দ্রপুর গ্রামের এরশাদ মিয়া (৩২), হূমায়ুন মিয়া (২০), ভাঙ্গাডহর গ্রামের পিন্টু তালুকদার (৩২) ও মৃদুল দাস (২৮), বাউশি গ্রামের বাধন বৈষ্ণব (২৩) ও একই গ্রামের আরো দুই কিশোর।

দিরাই থানা পুলিশের তথ্যমতে,গতকাল বুধবার দিরাই উপজেলার বেতইর জলমহালের মাছ লুটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন জলমহালের ইজারাদার কচুয়া মৎস্যজীবী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি লংকেশ্বর দাস দিরাইয়ের ঘাগটিয়া, বাউশি, চন্দ্রপুর, কল্যাণী, ভাঙ্গাডহরসহ ৬টি গ্রামের ২২জনের নামসহ দুই হাজার জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিনি জলমহালের এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, 'যেখানেই খবর পাচ্ছি আমরা চেষ্টা করছি জলমহাল রক্ষা করার। বুধবার ভরারগাঁও-গোপরাঘাট জলমহালে জোর করে মাছ ধরার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাছ ধরার বিভিন্ন জাল উদ্ধার করা হয়েছে।'

এদিকে, বৃহস্পতিবার সকালে পুনরায় দিরাইয়ের চিকনদাইর জলমহাল ও কাঠুয়া জলমহালের মাছ লুট করেছে ২০ গ্রামের মানুষ। এই নিয়ে দিরাই-শাল্লা জামালগঞ্জসহ তিন উপজেলায় ১০ টি জলমহালের ১২ কোটি টাকার মাছ লুট হয়েছে।

সেজু