সিদ্ধিরগঞ্জে ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ১০

নারায়ণগঞ্জ
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় এই ঘটনা ঘটে। এতে স্থানীয় সাংবাদিকসহ অন্তত দশ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

স্থানীয়রা জানান, একটি পোশাক কারখানার নিয়ন্ত্রণ নিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিলো।

এর জেরে বৃহস্পতিবার বিকেলে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এএইচ