স্থানীয়রা জানান, একটি পোশাক কারখানার নিয়ন্ত্রণ নিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিলো।
এর জেরে বৃহস্পতিবার বিকেলে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।