আজ (সোমবার, ১০ মার্চ) বেলা সাড়ে ৩টায় উপজেলার জালালপুর এলাকায় অবস্থিত আইপি ব্রিকস নামের একটি ইট ভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।
এসময় দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া ও হাকিমপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আজ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ হিলিতে একটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ভাটার বিভিন্ন অংশ ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে। ইট ভাটাটি অবৈধ হওয়ায় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।’
এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন অমিত রায়।