দিনাজপুরের হিলিতে জুলাই শহিদ দিবস পালিত

দিনাজপুর
জুলাই শহীদ দিবসে শিক্ষার্থীরা
এখন জনপদে
1

দোয়া ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। আজ (বুধবার, ১৬ জুলাই) দুপুরে উপজেলার বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলে বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আবু সাঈদসহ এই আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এসময় বক্তারা, জুলাই আন্দোলনের নানা দিক তুলে ধরেন এবং জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের জীবনী নিয়ে নানা আলোচনা করেন। আন্দোলনে তাদের গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়।

সেজু