হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদক উদ্ধার বিজিবির

দিনাজপুর
জব্দকৃত মাদকদ্রব্য
এখন জনপদে
0

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার ভারতীয় মদ, নেশা জাতীয় ইফিমল ইনজেকশন ও ফেনসিডিল জব্দ করেছে ২০-বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) ভোর রাতে সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরের ফকিরপাড়া নামক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক বলেন, ‘ভারত থেকে দেশে মাদক প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ফকিরপাড়া এলাকায় নজরদারি বাড়ায়। এসময় চোরাকারবারিরা দুইটি বস্তা নিয়ে দেশে প্রবেশ করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়।’

পরে পরিত্যক্ত বস্তা থেকে ৮ হাজার ৫৫০ পিচ নেশা জাতীয় ইফিমল ইনজেকশন, ৭৪ বোতল ফেনসিডিল ও ৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৩ লাখ ১৬ হাজার ৬০০ টাকা।

তিনি আরও বলেন, ‘বিজিবি সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ সকলকে অনুরোধ করেন।’

সেজু