বাড়তি ধকল এড়াতে অনেকেই আগেই সারছেন ঈদের কেনাকাটা। এতে সাতক্ষীরার শহরের বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানে বেড়েছে ভিড়। পোশাকের পাশাপাশি নারীরা কিনছেন বিভিন্ন কসমেটিকস পণ্য।
নিজেকে সাজাতে বিদেশি ব্রান্ডের পাশাপাশি দেশীয় নানা ব্রান্ডের কসমেটিকস পণ্য ব্যবহার করেন নারীরা। বিভিন্ন প্রসাধনী সামগ্রীর মধ্যে মেহেদি, ফেস ওয়াশ, টোনার, লিপস্টিক, আইক্রিম, লিপ ক্রিম, হেয়ার প্যাক, স্ক্রাবসহ নানা পণ্য বিক্রি হচ্ছে। তবে ঈদের সাজের ক্ষেত্রে সচেতন মেয়েরা মাথায় রাখছেন প্রকৃতি ও পরিবেশের কথা।
এক দোকানি বলেন, ‘ঈদ উপলক্ষ্যে ক্রেতারা বেশি বেশি আসছে, বেচাকেনা ভালো হচ্ছে।’
ক্রেতাদের চাহিদা অনুযায়ী সাতক্ষীরার বিভিন্ন শপিং মল ও দোকানে বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় ব্রান্ডের কসমেটিকস পণ্যের চাহিদা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ত্বকের যত্নে স্কিন কেয়ার পণ্যের চাহিদা বেশি। বিদেশি পণ্য ছাড়াও এবার দেশিয় ব্রান্ডের মধ্যে মমতাজ হারবালের বিভিন্ন পণ্যের চাহিদা বেড়েছে।
এক ব্যবসায়ী বলেন, ‘মমতাজের পণ্যগুলোর মধ্যে ম্যাসাজ ক্রিম ও স্ক্র্যাব সবচেয়ে ভাল চলছে। এটা মানসম্মত জিনিস এবং আমাদের দেশিয় পণ্য হিসেবে খুবই ভাল কাজ করে।’
আরেকজন ব্যবসায়ী বলেন, ‘মমতাজের বিভিন্ন পণ্যে কাস্টমার রিভিউ খুবই ভাল।’
ঈদের কেনাকাটায় ক্রেতা আকৃষ্ট করতে বিভিন্ন শপিং মল ও বিপণি বিতানে মূল্য ছাড়সহ নানা অফার চলছে। তবে, নকল বা নিম্নমানের প্রসাধনীর ক্ষতি থেকে বাঁচতে নির্ভরযোগ্য জায়গা থেকেই এসব সামগ্রী কেনার পরামর্শ অভিজ্ঞদের। সাতক্ষীরায় ছোট-বড় মিলিয়ে ৪শ'র বেশি প্রসাধনীর দোকান রয়েছে। এবারের ঈদ ঘিরে ১৫ থেকে ২০ কোটি টাকার বেচাকেনার আশা করছেন ব্যবসায়ীরা।