মাঝরাতে ইসমাইল শাহ মাজারে হামলা-অগ্নিকাণ্ড, আহত ২০

এখন জনপদে
0

বরগুনার আমতলী পৌর শহরের বটতলা এলাকায় ইসমাইল শাহ মাজারে বার্ষিক ওরস চলাকালে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (রোববার, ১৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাজারের ভেতরের শামিয়ানা ও দু'টি বৈঠকখানা পুড়ে গেছে। এছাড়া অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মাজারের ২৮তম ওরস শুরু হয়। রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক জেহাদী ও সাধারণ সম্পাদক গাজী বায়েজিদের নেতৃত্বে শতাধিক লোকজন মাজার পূজা ও গান থামিয়ে ওরস বন্ধের দাবি জানান। মাজারের খাদেম মোস্তাফিজুর রহমান তাতে রাজি হননি।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সেখানে মাজার ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেয়া হয়।

এ ঘটনায় শত শত ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।

ফায়ার সার্ভিস জানায়, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে গতকাল রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে মাজারের ভেতরের শামিয়ানা ও দু'টি ঘর পুড়ে গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, 'ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, 'অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য উভয় পক্ষকে ধৈর্যধারণ করে মিলেমিশে থাকার অনুরোধ জানান।'

এসএস