চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হানিফ জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
এরপর রৌমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। এরপর এই ২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে। এখনো ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
এলাকাবাসী আব্দুল জলিলসহ অন্যান্যরা জানান, ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে এসে দেখেন বাজারের দোকান ঘরে আগুন লেগেছে।
তারা আরো জানান, কাঁচামালের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগে আগুন ছড়িয়ে পড়ে। এতে মুদি দোকান, জুতার দোকান, ভুষি মালের দোকান, কাঁচামালের দোকান এবং মালামাল রাখার গুদামঘরসহ ১১টি দোকান পুড়ে গেছে। এতে ৬০ থেকে ৬৫ লাখ টাকা মূল্যমানের দোকান ঘরসহ মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন তারা।
এ প্রসঙ্গে চর রাজিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী জানান, ব্যবসায়ীদের ক্ষতি কাটিয়ে উঠার জন্য সহযোগিতা করবে প্রশাসন।