৪ লাখ ৭৪ হাজার ভারতীয় ব্লেডসহ জামালপুরে ২ চোরাকারবারি আটক

জামালপুর
আবুল খায়ের ও সাদ্দাম হোসেন
এখন জনপদে
1

৪ লাখ ৭৪ হাজার পিস ভারতীয় ব্লেডসহ ২ চোরাকারবারিকে জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকা থেকে আটক করেছে। আজ (বুধবার, ১৬ জুলাই) ভোরে জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি দল।

সংবাদ সম্মেলনে র‍্যাবের কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম জানান, র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সাদা রঙের প্রাইভেট মাইক্রোবাস থেকে ৪ লাখ ৭৪ হাজার পিছ ভারতীয় ব্লেডসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।

আটকরা হলেন আবুল খায়ের ও সাদ্দাম হোসেন। আটক দুজনের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়।

তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাইপথে বিভিন্ন পণ্য দেশে এনে বিভিন্ন জেলায় সরবরাহ করতো। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।

সেজু