পদ্মায় নৌকাডুবির ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

এখন জনপদে
0

পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ৫ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতবাড়িয়ায় পদ্মা নদীর মাঝ থেকে তাদের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ৫ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতবাড়িয়ায় পদ্মা নদীর মাঝ থেকে তাদের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

পুলিশ জানায়, খবর পেয়ে জেলেদের সহায়তায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করে নৌ পুলিশ। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীতে নৌকায় চড়ে ঘোরার সময় নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়।

এসময় নৌকায় থাকা অন্যান্যরা সাঁতার কেটে তীরে ভিড়লেও নিখোঁজ হন তারা দুইজন।

সেজু