আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) বেলা ১২টার দিকে ফেনী সরকারি কলেজ ক্যাম্পাসে মিলিত হয় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কর্মী-সমর্থরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস।
এরপর গাজায় ইসরাইলি বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল বের করে তারা। মিছিলটি শহরের কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডের শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
অপরদিকে একই দাবিতে মিছিল, মানববন্ধন কর্মসূচি করেছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা।