আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) দুপুরে নগরীর রেলগেট এলাকায় এসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, কারিগরি শিক্ষার বৈষম্য দুর করা, সরকারি অফিসগুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও মনো টেকনোলজি থেকে পাশকৃতদের জন্য সংরক্ষিত থাকলেও তা থেকে নিয়োগ না দেয়ায় ব্যবস্থা গ্রহণের দাবিসহ ছয়দফা দাবিতে বিক্ষোভ করে তারা।
পরে এক পর্যায়ে রাজশাহী রেল ও বাস স্টেশনের পাশে রেলগেটে এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও শহরের চলাচলে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
সড়কে শিক্ষার্থীদের অবস্থানের কারণে এ দুর্ভোগ বাড়ে রেলগেট এলাকায় থাকা বাসের কাউন্টারগুলো যাত্রী শূন্য হয়ে পড়ে। পরে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের সাথে অবরোধ তুলে নিতে অনুরোধ করে। তবে এ নিয়ে শিক্ষার্থীরা এখন পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রেখেছে।