ফেনীতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ফেনীতে আন্তঃধর্মীয় সংলাপ
এখন জনপদে
0

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ চাই। এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) দুপুরে ফেনী পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মীয় কমিউনিটির নেতারা।

পিস ফ্যাসিলিলেটর গ্রুপ ফেনী সদরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান।

সভায় বক্তব্য রাখেন বিএনপি, জামায়াতে ইসলাম, খেলাফাত মজলিশ, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তব্য রাখেন বিভিন্ন পেশাজীবী সমাজ।

বক্তারা বলেন, কোন ধর্মই সংঘাতের কথা বলেন না। সকল ধর্মই শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে। সবাই মিলে সুন্দর ও সম্প্রীতি বাংলাদেশ গড়া সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ও ঘোষণাপত্র পাঠ করেছেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন।

সেজু