স্বজনদের অভিযোগ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের অভাবে যথা সময়ে চিকিৎসা না পাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। অভিযোগ নাকচ করে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি- হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে এ ঘটনা তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন জেলা সিভিল সার্জন।
শিশুটির বাবা রিটন চাকমা বলেন, ‘হাসপাতালে কোনো অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথা সময়ে চিকিৎসা দেওয়া হয়নি। পরে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো যায়নি।’
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ বলেন, ‘আজ সকাল ১০টায় রিমলি নামে নিউমোনিয়া আক্রান্ত একটি শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখি শিশুর নার্ভস বন্ধ হয়ে হয়ে গিয়েছে। আমরা দীর্ঘ ৫ মিনিট শিশুটিকে সিপিআর দেই। তাতেও আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। মূলত শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়। আমাদের এখানে অক্সিজেনের কোনো ঘাটতি ছিলো না ‘
অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। তিনি বলেন, ‘হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের সংকট রয়েছে। ১৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন মাত্র ৪ জন। এরাও ঠিক মত উপস্থিত থাকে না। একটি মাত্র অ্যাম্বুলেন্স সেটিও নষ্ট। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বার বার জানিয়েও কোনো প্রতিকার মিলছে না।’
এবিষয়ে রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খিসা বলেন, ‘আমাদের কাছে ইতোমধ্যে শিশু মৃত্যুর অভিযোগটি এসেছে। অভিযোগ আসার সাথে সাথে আমরা প্রাথমিক ভাবে খোঁজ নিয়ে জানতে পেরেছি নিউমোনিয়া আক্রান্ত শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়। তবুও কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে সিপিআর দিয়েছে। তবে ঘটনা যাই হোক বিষয়টি দুঃখজনক। আমরা অতি দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করব। আগামী ২২ কিংবা ২৩ এপ্রিলের মধ্যে তদন্ত কমিটিকে যাচাইয়ে প্রেরণ করবো।’