উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিত করা নিয়ে ‘অপেশাদারত্বের’ অভিযোগে গতকাল (মঙ্গলবার) শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি তোলে।
পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করে বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
মাইলস্টোন স্কুলের ঘটনা, স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা এবং পদত্যাগ ইস্যু নিয়ে আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা।
পদত্যাগ প্রসঙ্গে সি আর আবরার বলেন, ‘সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়মকানুন আছে।’
আরও পড়ুন:
শিক্ষা উপদেষ্টা বলেছেন, তার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে তিনি মনে করেন না। তাই নিজে থেকে তার পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। তবে তার নিয়োগকর্তা রয়েছেন। তারা যদি মনে করেন, এখানে ব্যত্যয় ঘটেছিল, তাহলে যেতে বললে অবশ্যই চলে যাবেন।
তিনি বলেন, ‘শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারব না।’
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়াসহ শিক্ষার্থীদের দাবি পূরণ করতে কাজ করছে সরকার।’