অবরোধ শুরুর ৫ মিনিটের মধ্যে প্রথমে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সড়ে যেতে অনুরোধ করে। কিন্তু পুলিশের কথা না শুনে দাবি আদায়ের লক্ষ্য কর্মসূচি চালাতে থাকে শিক্ষার্থীরা। এতে এক পর্যায়ে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে শতাধিকের উপর যান চলাচল আটকে তীব্র যানজট সৃষ্টি হয়।
পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে প্রথমে শিক্ষার্থীদের রাস্তা থেকে সড়ে যেতে বলে এবং নির্ধারিত ৫ মিনিট সময় বেধে দেয়। কিন্তু এরপরও শিক্ষার্থীরা সড়ক না ছাড়ায় লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী।
এক পর্যায়ে শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসের ভেতর ঢুকিয়ে সামনের গেটে তালা দেয় সেনাবাহিনী। পরে সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানান, আমরা আমাদের ও সুনামগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে আন্দোলনে নেমেছিলাম। কিন্তু সেনাবাহিনী এসেই আমাদের শিক্ষার্থীদের লাঠি চার্জ শুরু করে। শিক্ষার্থীদের ওপর হাত তুলার অধিকার সেনাবাহিনীকে কে দিয়েছে।
তবে সুনামগঞ্জ সেনা বাহিনীর কর্মকর্তা মেজর মেজবাহ বলেন, ‘আমরা প্রথমে এসে শিক্ষার্থীদের বুঝিয়েছি। পরে বল প্রয়োগ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে পাঠিয়েছি।’