স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে এবং রাতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সুলতান মাহমুদ ও জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক বাবুর নেতৃত্বে মিছিলটিতে কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এ সময় বক্তারা খুনিদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হলে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়া হয়। এসময় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসি চেয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়।